লালমনিরহাট জেলার দুই উপজেলায় ঝড়ের তাণ্ডবে প্রায় এক হাজার পরিবার গৃহহারা হয়ে পড়েছে। পাটগ্রাম ও হাতীবান্ধায় দুই উপজেলায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার রাতে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ঘরবাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
রোববার সরেজমিনে দেখা গেছে, পাটগ্রাম উপজেলার বাউরা, শ্রীরামপুর ও হাতীবান্ধা উপজেলার বড়খাতা, ফকিরপাড়া, সানিয়াজান ইউনিয়নের ঝড়ে বাড়ি ঘর, গাছপালা, প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে।
এদিকে হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঝড়ের কবলে ভেঙে পড়ে। ক্লাস করতে না পেরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি ফিরতে দেখা গেছে।
বাউড়া ইউনিয়নের নবীনগন গ্রামের সফিয়ার রহমান বলেন, আমার দুইটি টিনের ঘর ঝড়ে ভেঙে পড়েছে। পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বাস করছি।
সানিয়াজান ইউনিয়নের আলিবর মোস্তাজির জানান,ঝড়ে ঘর ভেঙে পড়ায় স্ত্রী সন্তানদের নিয়ে অনেক কষ্টে আছি।
বাউড়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল বলেন, আমার ইউনিয়নে ঝড়ে ৫ থেকে ৬ শত পরিবারের ঘরবাড়ি ভেঙে পড়েছে। বিষয়টি পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।
পাটগ্রাম উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠানো হয়েছে।
রবিউল হাসান/এএম/জেআইএম