ভ্রমণ

চোখজুড়ানো বিছনাকান্দি (দেখুন ছবিতে)

দেশের নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি সিলেট। সিলেটে রয়েছে অনেক দর্শনীয় স্থান। বিছনাকান্দি এসব দর্শনীয় স্থানের অন্যতম। সেখানকার ছবি ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী রবিউল ইসলাম পলাশ।

পর্যটন কেন্দ্রবিছনাকান্দি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। প্রতিদিন এখানকার চোখজুড়ানো সৌন্দর্য দেখতে দেশের নানাপ্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ছুটে আসেন।

সীমান্তঘেঁষাসিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রস্তুমপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা এ জায়গা এখন পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

পাহাড়ি ঝরনাপাথর বিছানো বিস্তীর্ণ প্রান্তরের উপরে বয়ে চলা মেঘালয়ের পাহাড়ি ঝরনাধারা বিছনাকান্দির মূল আকর্ষণ। এর সৌন্দর্যের টানে ভ্রমণপিপাসুরা বারবার ছুটে আসেন।

পদচারণায় মুখরপর্যটকদের পদচারণায় মুখর বিছনাকান্দি। জাফলংয়ের সৌন্দর্যের সঙ্গে বিছনাকান্দির অনেকটাই মিল রয়েছে।

সবুজ প্রকৃতিপাহাড়ের সবুজ প্রকৃতি সবসময় পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। বিছনাকান্দির এই অপরূপ সৌন্দর্য মুহূর্তেই মন ভালো করে দেয়।

পাথর-জলের দৃশ্যবিছনাকান্দিতে পাথর-জলের দৃশ্য মুগ্ধ হওয়ার মতো। এখানে পাথরের বিছানার উপরে পাশের পাহাড় থেকে অনবরত স্বচ্ছ পানির ধারা বহমান।

আনন্দঘন মুহূর্তএখানকার সৌন্দর্য দর্শনে এলে সবাই আনন্দঘন মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখতে চান। তাই তো সবাই ছবি তুলতে ব্যস্ত।

সাঁতার জানাবিছনাকান্দি বেড়াতে এলে সাঁতার জানা থাকলে ভালো। জানা না থাকলে ভ্রমণে অবশ্যই লাইফ জ্যাকেট নেওয়া উচিত।

এসইউ/জেআইএম