দেশজুড়ে

গাইবান্ধায় শিশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

গাইবান্ধা সদর উপজেলায় তিন বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার দুপুরে গাইবান্ধা-নাকাইহাট সড়কের সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর বাজারে চোখে কালো কাপড় বেঁধে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

‘মেয়ে হওয়া কি অপরাধ, শিশু ধর্ষণকারীদের বিচার চাই, ধর্ষণকারীদের গ্রেফতার কর, বিচার কর’ স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে বিভিন্ন এলাকার কয়েকশ শিশু, নারী-পুরুষ এতে অংশ নেয়।

মানববন্ধনে  বক্তব্য দেন উন্নয়নকর্মী মোদাচ্ছেরুজ্জামান মিলু, ইউপি সদস্য মিজানুর রহমান, পল্লী চিকিৎসক আবুল কাশেম, এলাকাবাসী আনোয়ারুল ইসলাম, আবুল বাসার, মনিরা আক্তার ও রাহেলা সিদ্দিকা প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সদর উপজেলার জগৎরায় গোপালপুর গ্রামের হারুন মিয়ার বাড়িতে গাঁজা বিক্রির ব্যবসা করে আসছে। তাই প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে তার বাড়িতে লোকজন আসে। গত শুক্রবার মাইশা পাগলা ওই শিশুটিকে পাশ্ববর্তী একটি স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এরপর হারুন ও এলাকার দুই-একজনের সহায়তায় মাইশা পালিয়ে যায়। অসুস্থ শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে। শিশুটিকে ধর্ষণ চেষ্টাকারী ও অন্যান্য সহায়তাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার হারুনকে নিজ বাড়ি থেকে ও রোববার টাঙ্গাইল থেকে মাইশা পাগলাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরএ্আর/এমএস