দেশজুড়ে

পাবনায় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

পাবনার ঈশ্বরদী উপজেলার বরইচরা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর ও মুলাডুলি ইউনিয়নের ঢুলটি গ্রামে ধাওয়া করে ডাকাতদের গ্রেফতার করা হয়। ডাকাতদের হামলায় ১৫ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে বাসের চালকসহ চারজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরা হলেন ময়মনসিংহ জেলার নারায়নপুর গ্রামের দেদ মিয়ার ছেলে বাস চালক শামীম হোসেন (৪০), তার ছোট ভাই গাড়ির হেলপার স্বপন মিয়া (২৬), বাসের যাত্রী গাজীপুরের কালিয়াকৈর এলাকার জতিন্দ্র রাজবংশীর ছেলে উকিন্ড রাজবংশী (৩০) ও সাভার নবীনগরের নরসিংদীপুর এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে শাকিবুল ইসলাম জাহাঙ্গীর (৩৭)।

গ্রেফতার ডাকাতরা হলেন রংপুর মডার্ন মোড় এলাকার কুতুব উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২০), সাভারের গেন্ডা এলাকার জসিম উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (২১), সাভারের কাতলাপুর এলাকার মনির হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২৭) ও ঠাকুরগাঁও রাণীশংকৈল আরাদীচন্দন টঙ্গাগঞ্জের সামসুল আলমের ছেলে ইলিয়াস আলী (২৭)।

বাসের যাত্রীরা জানায়, গাজীপুরের চান্দুরা থেকে ডাকাতির কবলে পড়া সৌখিন পরিবহন নামের একটি বাসের প্রায় ৪০ জন যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঈশ্বরদীর ভেলুপাড়া ব্রিজের কাছে নিয়ে আসে। গাড়ির তেল ফুরিয়ে গেলে বাসসহ আহত যাত্রীদের ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা। সেই সময় বাসের যাত্রীদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারজন ডাকাতকে গ্রেফতার করে। 

আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি