দেশজুড়ে

সরকার সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করছে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সমান সুযোগ ভোগ করার ব্যবস্থা নিশ্চিত করেছে।

শুক্রবার পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ নারীদের ভাতা, প্রতিবন্ধী ভাতা, সুবর্ণ নাগরিকদের মাঝে পরিচয়পত্র প্রদান এবং আটঘরিয়া উপজেলাধীন ক্ষুদ্র জাতিস্বত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।

আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলীর সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, পাবনা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আ. মোমিন, সমাজসেবা অফিসার আসাফুদ্দৌলাহ, আটঘরিয়া উপজেলা এসিল্যান্ড গোলাম মোর্শেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, এদেশে অতীতে নূরুল আমিন সরকার, ইয়াহিয়া সরকার, জিয়া সরকারসহ অনেক সরকার প্রধান দেশ পরিচালনা করে গেছেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মতো করে বয়স্ক, বিধবা, পঙ্গু, স্বামী পরিত্যক্তাদের কথা আগে কোনো সরকারই ভাবেননি।

তিনি বলেন, একমাত্র জননেত্রী শেখ হাসিনা এ শ্রেণির মানুষের দুঃখ, দুর্দশা বুঝতে পেরেছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে গরিব, দুঃখী ও দুস্থদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। এর আগে কোনো রাষ্ট্র পরিচালনাকারী দুস্থদের এমনভাবে সহায়তার হাত বাড়াননি।

এর আগে মন্ত্রী আটঘরিয়া উপজেলা পরিষদের ৪ তলা কমপ্লেক্স ভবন ও হলরুম এবং উপজেলা মৎস্য কর্মকর্তার নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করেন। এর আগের দিন মন্ত্রী পাবনা জেলা আওয়ামী লীগের কর্মী সভায় সভাপতিত্ব করেন।

একে জামান/এমএএস/পিআর