দেশজুড়ে

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিক নিহত

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলায় ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ী বড় জামে মসজিদের সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, কালীগঞ্জ উপজেলায় ভোটমারী জামিরবাড়ী গ্রামের তোফাজ্জাল হোসেনের ছেলে আনারুল হক (৪২) ও একই ইউনিয়নের নোহালী গ্রামের রমজান আলীর ছেলে লিয়াকদ আলী (৪০)।

এলাকাসাবী জানান, জামিরবাড়ী বড় জামে মসজিদের নতুন সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে বাকি কাজ করতে ভিতরে দুই শ্রমিক প্রবেশ করলে বিষাক্ত গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান আহাদুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/এফএ/এমএস