দেশজুড়ে

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় ভটভটি হেলপার নিহত

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় এনামুল হক (১৭) নামে এক ভটভটি হেলপার নিহত হয়েছেন। শনিবার রাতে মহেন্দ্রনগর বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এলাকার ইয়াকুল আলীর ছেলে।

এলাকাবাসী জানান, ট্রেনের ধাক্কায় আহত এনামুল হককে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বলেন, কুড়িগ্রামগামী শাটল ট্রেনের ধাক্কায় শ্যালো মেশিন চালিত একটি ভটভটি দুমড়েমুচড়ে যায়। এসময় গুরুত্বর আহত হয় ওই ভটভটির হেলপার।

লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/এফএ/এমএস