ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আজিবাড়ী নওদা গ্রামে বজ্রপাতে টিটু মিয়া (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। টিটু মিয়া ওই গ্রামের আনছার আলীর ছেলে। সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, হালকা বৃষ্টি মাথায় নিয়ে টিটু সকালে মাঠে কাজ করতে যান। সে সময় হঠাৎ একটি বজ্রপাতে টিটু মিয়া মারাত্মক আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এমজেড/এমএস