লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে তুষভাণ্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলা তুষভাণ্ডার ইউনিনের কাশীরাম গ্রামের মৃত শুকুর আলীর ছেলে দবিয়ার রহমান টটু (৩৮) ও তার ছেলে নীরব হোসেন (৭)।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পার্শ্বে একটি পুকুরে ছেলে নীরব গোসল করতে নামে। কিছুক্ষণ পরে বাবা দবিয়ার রহমান দেখতে পান পুকুরের মাঝখানে পানিতে ডুবে যাচ্ছে নরীব। এ সময় ছেলেকে বাচাঁতে পুকুরে নামলে বাবা ও ছেলে দুইজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নীরবকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহসান হাবীব তাকে মৃত ঘোষণা করেন। এর এক ঘণ্টা পর বাবা দবিয়ার রহমান টটুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিউল হাসান/আরএআর/জেআইএম