ঘূর্ণিঝড় মোরা’র কথা জানতে না পারায় গভীর সমুদ্রে এখনো দুই শতাধিক ট্রলার নিয়ে জেলেরা মাছ ধরছেন বলে জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, হঠাৎ করে সতর্কতা সংকেত বেড়ে যাওয়ায় গভীর সমুদ্রে জেলেরা যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তাদেরকে ঘূর্ণিঝড়ের খবর জানাতে পারেননি ট্রলার মালিকরা। এ কারণে দুই শতাধিক ট্রলারে অবস্থানরত জেলেদের জীবন হুমকির মুখে রয়েছে।
তিনি বলেন, উপকূলের কাছাকাছি থেকে যেসব জেলেরা মাছ ধরছিল তারা অনেকেই ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে পৌঁছেছেন এবং বাকিরাও নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন।
সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/পিআর