তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, এ দেশের শতকরা ৯৯ ভাগ মানুষ মনে করেন দেশে ন্যায় বিচার নাই। দেশের রাজনৈতিক ব্যক্তিরাই ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। অথচ ন্যায় বিচারের প্রত্যাশা সব মানুষেরই।তিনি আরও বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র ওই দেশের মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করবেন।তিনি সোমবার দুপুরে নওগাঁর মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন-২০১৪ সম্পর্কিত সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্যে একথা বলেছেন।নওগাঁ জিলা স্কুল মিলনায়তনে জেলা মানবাধিকার ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী উল শহিদ, নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আঞ্জুমান আরা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, আইন ও শালিস কেন্দ্রের উপ-পরিচালক অ্যাডভোকেট সানাইয়া ফাহীম আনছারী, প্রোগ্রাম অর্গানাইজার তাসনোভা আলম এবং আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা নওগাঁর নির্বাহী পরিচালক এসএমসহিদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।এমএএস/আরআইপি