দেশজুড়ে

পাবনায় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১

পাবনার বেড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আব্দুল আলিম খান (৩৬) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আলিম খান বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার মৃত আব্দুর রহমান খানের ছেলে।

বেড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেড়া উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সোমবার বিকেলে হাতিগাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হয়। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা জেনারেল হাসপাতাল ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ কর্মী আব্দুল আলীম খান সোমবার রাতে মারা যান।

স্থানীয়রা জানান, এলাকায় টেন্ডারসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বেড়ায় ঠিকাদার ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঙ্গে নিহত স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে আলিম মারা গেছেন।

একে জামান/আরএআর/জেআইএম