যুক্তরাজ্যে ১৮ বছর পর এককভাবে সরকার গঠন করলো কনজারভেটিভ পার্টি। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিজ দলের সদস্যদের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। তবে নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পদে কোনো পরিবর্তন আসেনি।রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে এককভাবে ৩৩১টি আসন পায় কনজারভেটিভ পার্টি। ১৯৯৭ সালের পর এটাই ছিল দলটির প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন।এদিকে নির্বাচনের পরপরই লেবার পার্টির নেতা এডওয়ার্ড স্যামুয়েল মিলিব্যান্ড, লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগ এবং ইউকে ইন্ডিপেন্ডেনস পার্টির নেতা নাইজেল ফারাজে নিজ নিজ দলের শীর্ষ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।এসএইচএস/বিএ/আরআই