দেশজুড়ে

গাজীপুরে প্রাচীর ভাঙা নিয়ে সংঘর্ষে নিহত ১

গাজীপুরে জমির সীমানা প্রাচীর ভাঙা নিয়ে সংঘর্ষে জাকির হোসেন সাকির (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সংঘর্ষে ওসিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার বিকালে কাপাসিয়া উপজেলার কড়িহাতা এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, জাকের পার্টির কেন্দ্রীয় নেতা আবদুল কবির স্থানীয় কবিরের বাজারে প্রায় ১০ কাঠা জমিতে ৪/৫ দিন আগে সীমানা প্রাচীর নির্মাণ করেন। এ ঘটনায় স্থানীয় মজিবুর রহমান তার লোকজন নিয়ে সীমানা প্রাচীরটি ভেঙে ফেলেন। একপর্যায়ে তারা বাজারের কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সাকির ওই বাজারের মসজিদে জোহরের নামাজ পড়ে বের হওয়ার সময় হামলার মাঝে পড়ে যান। একপর্যায়ে তিনি দৌড়ে পালাতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, সাকিরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে। এতে ওসি আহসান উল্লাহ, থানার সেকেন্ড অফিসার মঞ্জুদ্দোহা, কনস্টেবল বেলায়েতসহ অন্তত ১৫ জন আহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো।মো. আমিনুল ইসলাম/এআরএ/আরআই