নওগাঁর পত্নীতলা উপজেলার ইছাপুর মোড়ে সোমবার গভীর রাতে শফিকুল ইসলাম (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে খুন করেছে দূর্বৃত্তরা।নিহতের পরিবার জানায়, উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বোরাম গ্রামের সেতাব উদ্দীনের পুত্র শফিকুল ইসলাম (৪০) সদর ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক। সে মাহমুদগ্রামে তার স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতো। সোমবার রাত আনুমানিক ১টার দিকে কে বা কারা তাকে মোবাইলে ফোনের মাধ্যমে কাটাবাড়িতে ডাকলে সে মটরসাইকেল নিয়ে মাহমুদপুর গ্রাম থেকে কাটাবাড়ির উদ্দেশে রওনা হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি । ভোরে তার মৃতদেহ ও মটরসাইকেলটি ইছাপুর মোড়ের রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পত্নীতলা থানার ওসি আব্দুর রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেআর/এমএস