এবার কক্সবাজার সদর থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেলাল হোসেন নামের তালিকাভুক্ত আরো এক মানব পাচারকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক ও গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর ভোমরিয়াঘোনা এলাকা এ ঘটনা ঘটে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জাগো নিউজকে জানান, তালিকাভুক্ত মানব পাচারকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা জিহাদ ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে তালিকাভুক্ত পাচারকারীদের ধরতে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, তালিকাভুক্ত মানব পাচারকারীরা গোপনে বৈঠক করছেন এমন খবর পেয়ে ভোর রাতে পুলিশ সদরের ঈদগাঁওর ভূমিরাঘোনা এলাকায় অভিযান চালায়। এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় তালিকাভুক্ত মানব পাচারকারী বেলাল হোসেন গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় বেলালকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়াও আহত দুই পুলিশ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মতিউল ইসলাম তথ্যের সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, নিহত বেলাল হোসেন সদর উপজেলার খুরুরশকুল ইউনিয়নের কাউয়ারপাড়ার মৃত মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে মানব পাচারের ছয়টি মামলা রয়েছে। সায়ীদ আলমগীর/এমজেড/এমএস