দেশজুড়ে

বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজে সংঘর্ষের ঘটনায় আহত ছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত ছাত্র মাসুম সিকদার রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি ওই কলেজের ১ম বর্ষের ছাত্র এবং কালিহাতী উপজেলার বাড্ডা গ্রামের হযরত আলীর ছেলে। মৃত্যুর এ ঘটনা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ সময় নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা অনেকেই হল ত্যাগ করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১ম বর্ষের ছাত্ররা সোসাইটি অব বিটেক স্টুডেন্ট (এসবিএস) নামের গত শুক্রবার একটি কমিটি গঠন করে।

বিষয়টি জানাজানি হলে পরদিন শনিবার দুপুরে ১ম বর্ষ ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই কমিটির সভাপতি ১ম বর্ষের শিক্ষার্থী আশরাফুল এবং সাধারণ সম্পাদক মাসুম সিকদার আহত হয়। পরে তাদের আহত অবস্থায় কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কিন্তু মাসুম সিকদারের অবস্থার অবনতি হলে ওদিনই তাকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড. মো.আতাউল ইসলাম বলেন, একটি কমিটি গঠনকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে শনিবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন শিক্ষার্থী আহত হলে রোববার মাসুম সিকদার নামে এক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় নিরাপত্তাহীনতার জন্য শিক্ষার্থীরা অনেকেই হল ত্যাগ করছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর