দেশজুড়ে

মধুপুরের ৮ ইউপির ভোটগ্রহণ ১৩ জুলাই

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৮ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১২ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২১ জুন এবং ভোটগ্রহণ ১৩ জুলাই।

ইউনিয়নগুলো হলো আউশনারা, মহিষমারা, কুড়ালিয়া, অরণখোলা, বেরীবাইদ, কুড়াগাছা, শোলাকুড়ি, ফুলবাগচালা ইউনিয়নের তফসিল ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করব।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর