দেশজুড়ে

শেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

শেরপুরে সদর উপজেলায় ধোবারচর কামারপাড়া গ্রামে মাসুদা বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোজাম্মেল মিয়ার (২৭) বিরুদ্ধে। সোমবার দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে সদর উপজেলার ধোবারচর কামারপাড়া গ্রামের মো. তহুর আলীর মেয়ে মাসুদা বেগমের সঙ্গে পার্শ্ববর্তী ছনকান্দা গ্রামের হুসেন আলীর ছেলে মোজাম্মেল মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোজাম্মেল স্ত্রীকে সন্দেহের চোখে দেখতেন। স্ত্রীর অন্য কারো সঙ্গে সম্পর্ক রয়েছে- এমন অভিযোগ তিনি মাঝে মধ্যেই স্ত্রীকে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে ৬ মাস আগে মাসুদা বাপের বাড়ি চলে যান। এর কিছুদিন পর বেশ কয়েকবার শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে নিয়ে আসার চেষ্টা করে মোজাম্মেল ব্যর্থ হয়।

রোববার রাতে শ্বশুরবাড়ি গিয়ে তিনি মাসুদাকে বাড়ির বাইরে নিয়ে আসেন। এরপর থেকে তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে বাড়ি থেকে কিছু দূরে কামারপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বসতঘরের পাশে মাসুদার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, সুরতহালে মনে হয়েছে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্ত্রী হত্যার অভিযোগে মোজাম্মেল মিয়ার বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়েছে। তাকে ধরতে পুলিশ কাজ করছে।

হাকিম বাবুল/আরএআর/আরআইপি