খেলাধুলা

আবারো প্রেমিকার সাথে বিচ্ছেদ হলো টাইগার উডসের

প্রচন্ড ব্যস্ততার কারণে টাইগার উডসের সঙ্গে তিন বছরের সম্পর্ক হঠাৎ ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন তার প্রেমিকা লিন্ডসে ভন। সপ্তাহ দেড়েক আগে ফেসবুকে এ তথ্য দেন লিন্ডসে ভন নিজেই।এদিকে ব্রিটিশ মিডিয়া দাবি করছে, সম্পর্ক ভাঙার আসল কারণ সাবেক বিশ্বসেরা এই গলফার আবারো যৌন খেলায় মত্ত হয়েছে। যার কারনেই তাদের এ সম্পর্ক ভেঙে গেছে। তাদের এক বন্ধু ভাষ্য, আবারো অন্য এক মহিলার সঙ্গে টাইগারের যৌন সম্পর্কের কথা জানতে পারেন লিন্ডসে।গত ফেব্রুয়ারিতে সান দিয়েগোর ফার্মার্স ইনসিউরেন্স ক্লাসিক টুর্নামেন্ট থেকে টাইগার দ্রুত ছিটকে যাওয়ার পরই ব্যাপারটা ধরা পড়ে। লিন্ডসে যদিও এই ঘটনা স্বীকার করেননি। এ বিষয়টি নিয়ে একটা কথাও বলেননি তিনি।তবে সোমবার নিউজিল্যান্ডে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন তিনি। সেটা কি বিশ্বাস ভঙ্গের দুঃখ ভুলতেই? প্রশ্ন উঠছে এখন।কিন্তু তাতেও ঘটনাটা চাপা দেওয়া গেল না। টাইগারের সঙ্গে সেই মহিলার ছবি ফাঁস হয়ে যায়। ছয় বছর আগে প্রাক্তন স্ত্রী এলিনের কাছেও ফাঁস হয়ে গিয়েছিল টাইগারের একই রকম কাজ। জানা যায়, প্রায় ১২০ জনের সঙ্গে যৌন সম্পর্ক হয়েছিল টাইগারের। শেষ পর্যন্ত এক বছরের মধ্যে টাইগার-এলিনের বিবাহ বিচ্ছেদ হয়।ব্যাপারটা ধরা পড়ার পরেই খোলাখুলি টাইগার স্বীকার করে নেন লিন্ডসের কাছে। আর এটা টাইগার বিশ্বাসভঙ্গ হিসেবেও দেখতে চাননি। কেন না ওই মহিলার সঙ্গে মানসিক কোনও সম্পর্ক ছিল না তার। কিন্তু লিন্ডসে এই  ব্যাপারটা মানতে পারেনি। কাজেই তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে।এসকেডি/আরএস/আরআই