মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকরা বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে।
সোমবার গভীর রাতে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ অকথ্য ভাষায় গালিগালাজ ও অতিথি ভবনে লুটপাট করে শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। বর্তমান পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আগামী রোববার টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হবে বলে জানা গেছে। ভাইস চ্যান্সেলর না থাকায় এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সোমবার রাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় তারা শিক্ষকদের দুটি গাড়ি ও অতিথি ভবনে ভাঙচুর করে। পরে অতিথি ভবনে থাকা লুটপাট করে তারা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, গভীর রাতে শিক্ষার্থীদের ভাঙচুর ও লুটপাটের ঘটনা তদন্ত করা দরকার। গুঁটি কয়েকজন ছাত্র শিক্ষকদের প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। অতিথি ভবনে শিক্ষকদের আসবাবপত্রসহ সেহরীর খাবার লুটপাট করেছে। সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা নেব না।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর না থাকায় অনেক সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে না। ভাইস চ্যান্সেলরের অনুমতি ব্যতীত তদন্ত কমিটি কাজ করতে পারবে না। ভাইস চ্যান্সেলর না থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারের নিকট দ্রুত ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবি জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি