দেশজুড়ে

সখীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পুকুরপাড় নামক এলাকায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে আলেয়া আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

নিহত আলেয়া আক্তার বাসাইল উপজেলার ময়থার চালা এলাকার আল-আমীনের স্ত্রী। এ ঘটনায় ওই দুই সিএনজির আরো ৫ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে সখীপুর থেকে আলেয়া আক্তার সিএনজিযোগে বড়চওনা যাওয়ার পথে কচুয়া পুকুরপাড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই আলেয়া নিহত হন।

এসময় ওই ২ সিএনজিতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন, জলিল হোসেন (৭০), জাহাঙ্গীর আলম (৪০), শরিফুল ইসলাম (৬০), পারুল আক্তার (৩৫) আল-আমীন (১৩)।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম