রাঙামাটিতে সাকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। লংগদুতে যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতারসহ পাহাড়িদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় করা মামলায় গণগ্রেফতার বন্ধের দাবিতে এ হরতাল ডাকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
তবে হরতাল রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় আহ্বান করা হলেও খাগড়াছড়িতে প্রত্যাহার করা হয় বলে জানা গেছে। অন্যদিকে বান্দরবানে আধা-বেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
এছাড়া ৭ জুন লংগদুর মাইনি খাল হতে অজ্ঞাত পরিচয় এক বাঙালির মরদেহ উদ্ধারে তার প্রতিবাদে পূর্বঘোষিত আধা-বেলা হরতাল পূর্ণদিবস পালিত হয় বলে জানান, হরতাল আহ্বানকারী পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতারা।
রোববার হরতালের কারণে রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল এবং দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
হরতালে আটকা পড়েছেন পর্যটকসহ যাত্রী সাধারণ। সরকারি অফিস, আদালত, ব্যাংক বীমা খোলা থাকলেও লোকজনের উপস্থিতি কম। বৃষ্টি উপেক্ষা করে পায়ে হেঁটে চলাচল করেছেন লোকজন। হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতালের সমর্থনে শহরের রিজার্ভ বাজার, বনরূপা, তবলছড়ি, ভেদভেদীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং লক্ষ্য করা গেছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্পর্শকাতর স্থানে অতিরিক্ত পুলিশ টহল জোরদার রাখা হয়েছে। সকাল ৬টা হতে শুরু হয়ে হরতাল শেষ হয় বিকেল ৫টায়।
সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর