দেশজুড়ে

মাদারীপুরে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটরচর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার বেলা আড়াইটার দিকে একটি এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, ইমান খান (৩৫) ও ইমরান মাতুব্বর (৩০)। ইমান খান সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি ও কুলপদ্ধি এলাকার রশিদ খানের ছেলে এবং ইমরান মাতুব্বর পখিরা এলাকার মওলা মাতুব্বরের ছেলে।

পুলিশ জানান, বেলা আড়াইটার দিকে ঘটকচর এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান টেকেরহাট থেকে মাদারীপুরগামী একটি মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ইমান খান ও ইমরান মাতুব্বর ঘটনাস্থলে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে আনার পথে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ কে এম নাসিরুল হক/এমএএস/পিআর