ঈদকে সামনে রেখে যাত্রী পারাপার নির্বিঘ্ন ও ভোগান্তি কমাতে শিবচরের কাঠালবাড়ি ফেরিঘাটের ৩ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ ও উপজেলা প্রশাসন।
জানা যায়, ঈদকে সামনে রেখে যাত্রী পারাপার নির্বিঘ্ন ও ভোগান্তি কমাতে শিবচরের কাঠালবাড়ি ফেরিঘাটে রোববার বিকেল থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ ও উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার(ভূমি) শরিফুল ইসলাম ও বিআইডব্লিউটিএর পোর্ট অফিসার মো. মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ কাঠালবাড়ির ৪টি ফেরি ঘাট ও টার্মিনালে অভিযান চালায়।
দিনব্যাপী অভিযানে অবৈধভাবে নির্মিত ৩ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। তবে ঈদের আগে দোকানপাটগুলো উচ্ছেদ হওয়ায় ব্যবসায়ীদের মাঝে চরম হতাশা নেমে এসেছে। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম বলেন, আসন্ন ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে ও ঘরে ফেরা নির্বিঘ্ন করার লক্ষ্যে ফেরি ঘাট ও টার্মিনালের অবৈধ দোকান, বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়েছে। এর ফলে ঈদের সময় ঘাট এলাকায় যানজট কমবে। যাত্রীরা অনায়াসে চলাচল করতে পারবে।
নাসিরুল হক/এফএ/পিআর