দেশজুড়ে

রাজবাড়ীতে বজ্রপাতে দেবর-ভাবীর মৃত্যু

শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা সদরের শহীদওয়াবপুর ইউনিয়নের বড় নূরপুর গ্রামে বজ্রপাতে দেবর ও ভাবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মৃতরা হলেন, বসন্তপুর ইউনিয়নের বড় নূরপুর গ্রামের আবুল বাশার শেখের ছেলে কোলারহাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রুবেল শেখ (১৫) ও তার বড় ভাবী পারভিন বেগম (১৯)।এলাকাবাসী তুষার জাগো নিউজকে জানান, সন্ধ্যায় দেবর ও ভাবী বাড়ির বারান্দায় বসে ছিলেন। হঠাৎ আকাশে বজ্রপাতের আলো তাদের শরীরে লাগলে তারা অসুস্থ্য হয়ে পড়েন। তখন তাদেরকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।শহীদওয়াবপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সফিউদ্দিন আহম্মেদ কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।রুবেলুর রহমান/এমজেড/আরআই