দেশজুড়ে

গাইবান্ধায় গৃহবধূকে অমানুষিক নির্যাতন : স্বামী গ্রেফতার

গাইবান্ধায় নিলুফা ইয়াসমীন নামে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগে স্বামী স্কুল শিক্ষক আব্দুস সোবহান সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৯ মে গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে শুক্রবার গাইবান্ধা থানায় মামলা করেন তিনি। মামলার পর রাতেই পুলিশ শিক্ষক আব্দুস সোবহান সরকারকে গ্রেফতার করেছে।এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নির্যাতনকারী ওই গৃহবধূর স্বামীর শাস্তি দাবি করেছেন স্থানীয় নারী সংগঠনের নেতাকর্মীরা।মামলার বিবরণ, পুলিশ ও নির্যাতিতা নিলুফা ইয়াসমীন (২৭) সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৩ ডিসেম্বর সদর উপজেলার খামার বোয়ালী গ্রামের মৃত মফসের আলীর ছেলে স্কুলশিক্ষক আব্দুস সোবহানের সাথে হরিপুরের আবদুস সাত্তার সরকারের মেয়ে নিলুফা ইয়াসমীনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় নানা বাহানায় নিলুফার কাছে যৌতুক দাবি করে আসছিলেন সোবহান। কিন্তু, নিলুফা দরিদ্র বিধবা মা ও ভাইদের কাছ থেকে টাকা আনতে অস্বীকার করলে প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন সোবহান। গত ৯ মে সন্ধ্যায় সোবহান নিলুফাকে তাদের বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ সৃষ্টি করে। অসহায় নিলুফা যৌতুক দিতে অস্বীকৃতি জানালে সোবহান তাকে বেদম মারধর শুরু করেন। নির্যাতনের হাত থেকে বাঁচতে নিলুফা চিৎকার শুরু করলে সোবহান বাঁশের লাঠি দিয়ে শরীরে ও মাথায় আঘাত করতে শুরু করেন। এ সময আশেপাশের লোকজন এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় নিলুফাকে উদ্ধার করে। পরে দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে নিলুফা শুক্রবার তার স্বামী সোবহানকে আসামি করে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। শুক্রবার রাতেই অভিযান চালিয়ে তার স্বামীকে গ্রেফতার করে পুলিশ। এদিকে এই ঘটনা ছড়িয়ে পড়লে মানবাধিকার কর্মীরা হাসপাতালে ছুটে যান। বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি আমাতুর নুর ছড়া বলেন,নির্মম নির্যাতনের ছাপ গৃহবধূর শরীরে। এ চিত্র মেনে নেওয়া যায় না। আমরা চাই সুষ্ঠ তদন্ত করে নির্যাতনকারী স্বামীর দৃষ্টান্তমুলক বিচার হোক।গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান বলেন, প্রাথমিকভাবে নিলুফার ওপর নির্যাতনের প্রমাণ মিলেছে। নিলুফার মামলার ভিত্তিতে সোবহানকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। অমিত দাশ/এমএএস/পিআর