মাদারীপুরে প্রায় দেড় শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীর মধ্যে ঈদের নতুন জামা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি ও পুরান বাজারে এসব বিতরণ করা হয়।
উন্নয়ন সংস্থা নকশি কাথা, ফ্রেন্ডস অভ নেচার ও শুভসংঘের আয়োজনে ইতালী প্রবাসী ওয়াদুদ মিয়া ওরফে জনি মিয়া, কুয়েত প্রবাসী নাজমুল হোসেন, ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রাজন মাহমুদ, ডা. দিলরুবা ফেরদৌস, ডা. অহিদুজ্জামান খান বাবর, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আনোয়ার হোসেন খান, গৃহিণী তাহমিনা বেগম, নকশি কাথার নির্বাহী পরিচালক সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, সাংবাদিক এসএম আরাফাত হাসান, ঢাকার বিবিএর ছাত্রী মৌমিজা রুমিম খানের আর্থিক সহযোগিতায় তাদের মধ্যে ঈদের শাড়ি, লুঙ্গি, থ্রি-পিচ, শার্ট, প্যান্টসহ ঈদের সকালে রান্নার জন্য সেমাই, চিনি, দুধ ও গরম মসল্লা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন। তিনি এসময় একজন অসহায় নারীকে শাড়ি কেনার জন্য আর্থিক অনুদান দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক শাহজাহান খান, ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রাজন মাহমুদ, কুয়েত প্রবাসী নাজমুল হোসেন, সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, শিক্ষক নাছিমা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন আখতারুজ্জামান খান, বিজয় বিশ্বাস, মিলন মুন্সী, প্রশান্ত বাড়ৈ, সঞ্জিব তালুকদার, অজয় রায়, দিলীপ রায়, আশিষ রায়, মাহবুব রহমান প্রমুখ।
এ কে এম নাসিরুল হক/এমএএস/পিআর