দেশজুড়ে

ফুলছড়িতে জীবিকা উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান

কারিতাস দিনাজপুর অঞ্চলের উদ্যোগে গাইবান্ধার ফুলছড়িতে বন্যা পরবর্তী জরুরি পুর্নবাসন প্রকল্পের আওতায় ৩০০ জন সুবিধাভোগী নারী-পুরুষকে জীবিকা উন্নয়নে প্রত্যককে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।রোববার দুপুরে পুরাতন ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান।কারিতাস দিনাজপুর অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (ডিএম) স্বপন রোজারিও এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফজলুপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ সবুর সরকার, মাঠ কর্মকর্তা (ডিএম) থোমাস হেম্ব্রম, ফিল্ড সুপারভাইজার অমল দাস, জয়দেব শীল, ইউপি সদস্য আব্দুর রহমান, নুরুজ্জামান প্রধান প্রমুখ।অনুষ্ঠানে নগদ মোট ১৫ লাখ টাকা বিতরণ করা হয়। ‘কাজের বিনিময়ে অর্থ কর্মসূচির’ আওতায় নদী ভাঙ্গন কবলিত ফজলুপুর ইউনিয়নে ১৫০ এবং ফুলছড়ি ইউনিয়নে ১৫০ মোট ৩০০ জনের মাঝে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়।অমিত দাশ/এআরএ/আরআইপি