ফেনীর দাগনভূঞা উপজেলার কোরাইশ মুন্সি বাজার থেকে হিরোইন ও বিদেশি মদসহ দুই যুবকে আটক করেছে র্যাব। সোমবার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- জিল্লুর রহমান উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং মোশাররফ হোসেন আব্দুন নুবী গ্রামের মৃত. মফিজুর রহমানের ছেলে।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোরাইশ মুন্সি বাজারের নিউ মাকেটস্থ রহমানিয়া বিরিয়ানি অ্যান্ড কফি হাউজে অভিযান চালায় র্যাব। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ পুরিয়া হিরোইন, ১৩ বোতল বিদেশি মদ এবং নগদ ১৫৭০০ টাকাসহ তাদের আটক করে র্যাব।আটকরা দীর্ঘদিন যাবত ভারতীয় সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে ফেনী দাগনভূঁইয়া থানায় হস্তান্তর করা হয়।জহিরুল হক মিলু/এআরএ/আরআই