দেশজুড়ে

ঈদের আগে ঘাটাইলে ভিজিএফের চাল সংকট

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ভিজিএফ চাল থেকে বঞ্চিত হয়েছেন টাঙ্গাইলের ঘাটাইলের প্রায় ৩০ হাজার অতি দরিদ্র মানুষ। দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফ চাল ঈদের আগে বিতরণ করার কথা থাকলেও এবার তা হচ্ছে না। সরকারি গুদামে পর্যাপ্ত পরিমাণ চাল মজুদ না থাকায় চালের পরিবর্তে গমও বিতরণ সম্ভব হচ্ছে না বলে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) কর্মকর্তা দেলোয়ার হোসেন জানিয়েছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৩০ হাজার ৪৫ জনের জন্য ৩শ ৪৬ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়। সরকার প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করে থাকে।

তবে এ বছর চালের সংকট থাকায় সরকারি নির্দেশনা মোতাবেক চালের পরিবর্তে ১৩ কেজি করে গম বিতরণ করতে বলা হয়। কিন্তু গমও বিতরণ করতে পারছে না কর্তৃপক্ষ। ঈদের আগে ভিজিএফ এর গম না পাওয়াতে অনেক দুস্থ পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবেন।

এদিকে ঈদের আগে অতি দরিদ্ররা ভিজিএফ না পাওয়ার বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করেছেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে দেরিতে ডিও পেয়েছি।

আবার তিনি ইউপি চেয়ারম্যানদের উপর দায় ঠেকিয়ে জানান, খাদ্য গুদামে পর্যান্ত মজুদ আছে পরিবহনের কারণে চেয়ারম্যানরা ভিজিএফ তুলতে অপারগতা প্রকাশ করেছেন। ফলে ঈদের আগে গম বিতরণ করাও সম্ভব হচ্ছে না।

তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক জানান, আমরা অফিস থেকে যথা সময়ে ডিও প্রেরণ করেছি।

ইউপি চেয়ারম্যানরা জানান, ৩০ হাজার ৪৫ জনের জন্য প্রায় ৪শ মেট্রিক টন গমের প্রয়োজন থাকলেও খাদ্য গুদামে মজুদ রয়েছে মাত্র একশ মেট্রিক টন। গমের এই অপর্যাপ্ততার কারণে ঈদের আগে ঘাটাইল উপজেলায় ভিজিএফ গম বিতরণ করা যাচ্ছে না।

এ প্রসঙ্গে ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেকমত সিকদার বলেন, ঈদের আগে ভিজিএফের চাল দেয়া হবে বিধায় আমরা তালিকা প্রস্তুত করে জমা দিয়েছি। কিন্তু গমের পর্যাপ্ত মজুদ না থাকায় ঈদের আগে ভিজিএফ গম বিতরণ করা হবে না বলে আমাদের জানিয়েছে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।

ঈদের আগে এই চাল বিতরণ করতে পারলে দরিদ্রদের অনেক বড় উপকার হতো বলে জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর