ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লীতে সেলিম রেজা নামে এক সবজি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টায় মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়। সেলিম সদর উপজেলা সিংগিয়া গ্রামের কবির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, কিছুদিন আগে একটি প্রেম ঘটিত বিষয়ে ছেলে-মেয়ের বিয়ে দেয়াকে কেন্দ্র করে ভুল্লী এলাকায় সবজি ব্যবসায়ী সেলিমের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
সেই বিরোধের জেরে মেয়ে পক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছেন। রোববার রাতে সেলিম ভুল্লী বাজারে ছিলেন। রাতে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায় বলে জানায় নিহতের ভাই দেলোয়ার হোসেন।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এটিএম সিফাতুল মাজদার মরদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।
রবিউল এহসান রিপন/এফএ/এমএস