দেশজুড়ে

ঈদে নামাজ পড়া নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপার বড়দাহ গ্রামে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মনিরুল ইসলাম (৪৭) মারা গেছেন।

বুধবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, উপজেলার বড়দাহ গ্রামে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে মনিরুল ইসলামসহ তিনজন আহত হন। আহতদের মধ্যে বুধবার রাতে মনিরুল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর