ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে আয়নুল কবির শামীম নেতৃত্বাধীন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার নির্বাচন কমিশন ২৪ সদস্যের এ প্যানেলকে বিজয়ী ঘোষণা করে।নির্বাচিত প্রার্থীরা হলেন, সাধারণ ক্যাটাগরিতে আয়নুল কবির শামীম, সাইফুর রহমান সাইফু, আবদুছ ছেলিম, মো. ফরিদ উদ্দিন আহাম্মদ পাঠান, মো. রাশেদুল হক, মামুনুর রশীদ, নাছির উদ্দিন খান, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ, আশরাফ উদ্দিন ভূঁইয়া, মোশারফ হোসেন ভূঁইয়াসহ মোট ১০ জন।সহযোগী ক্যাটাগরিতে গোলাম মাওলা, আবদুল আউয়াল সবুজ, আবুল কাশেম, ইফতেখার উদ্দিন খাঁন, গোলাম ফারুক বাচ্চু, খন্দকার নজরুল ইসলাম, বজলুল করিম মজুমদুর হারুন, মজিবুর রহমান সোহেল, এ.কে এম রফিকুল হক, মো. জালাল উদ্দিন বাবলু, সিরাজুল ইসলাম পাটোয়ারী, মো. কামরুজ্জামান আরিফ, ফারুক আহমেদসহ মোট ১৩ জন ও গ্রুপ ক্যাটাগরিতে জাফর উদ্দিন নির্বাচিত হয়েছেন।আগামী ২৩ জুন বার্ষিক সাধারণ সভায় নিয়ম অনুযায়ী একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি ও দুইজন জুনিয়র সহসভাপতি নির্বাচিত হবেন। ১৯ মে বর্তমান নির্বাচন হওয়ার কথা ছিল।জহিরুল হক মিলু/এমজেড/আরআই