স্মার্টফোনের ব্যবহারে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে বলে দাবি করেছেন একদল গবেষক। ফ্রিবর্গ ইউনিভার্সিটি ও জুরিখ ইউনিভার্সিটির এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।গবেষণায় দেখা গিয়েছে, স্মার্টফোনে মেসেজ টাইপ করা, স্ক্রল করে ওয়েব পেজ দেখা বা ইমেল চেক করা ইত্যাদি ধীরে ধীরে বদলে দিতে পারে মস্তিষ্ক ও আঙুলের সংযোগ স্থাপনের সূত্রকে। অর্থাৎ হাতের আঙুলের স্পর্শের সঙ্গে আপনার মগজ কীভাবে ক্রিয়া করবে তার সম্পর্কের ধরণটি বদলে যেতে পারে। অতি সম্প্রতি ২৬ জন স্মার্টফোন ব্যবহারকারী ও ১১ জন স্মার্টফোন নয় এমন ফোন ব্যবহারকারীর মধ্যে গবেষণা চালানো হয়৷ গবেষণায় দেখা গেছে স্মার্টফোনের ব্যবহারের ফলে ক্রমশ বাড়ছে মস্তিষ্কের সংযোগ স্থাপনের ক্ষমতা। গবেষণাকারী দলের পক্ষে ডা: অর্ক ঘোষ জানান, গবেষণায় দেখা গিয়েছে স্মার্টফোন ব্যবহারকারীদের মস্তিষ্ক সাধারণ ফোন ব্যবহারকারীদের থেকে একটু অন্যভাবে কাজ করে। সুতরাং, মস্তিষ্ককে আরও সক্রিয় করতে আপনি বাড়াতেই পারেন স্মার্টফোনের ব্যবহার।এসআরজে