পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক কেনাবেচার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের কাছ থেকে ১৮৫ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন জেলা সদরের নতুনবস্তী রাজনগরের বেনজির হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন বাঁধন (২৬), বাধনের ছোটভাই সিফাত (২৩), খোলাপাড়া এলাকার বেনী আমিনের ছেলে খায়রুজ্জামান (২৪), মসজিদপাড়া মহল্লার শাহ আলমের ছেলে বাবু ও রওশনাবাগ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রহুল আমিন বাদল ওরফে ফেন্সি বাদল (৪৫)।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের রামেরডাঙ্গার শিমলকুড়ি এলাকায় নেশাজাতীয় ইনজেকশন বিক্রির সময় বাঁধন, সিফাত, খায়রুজ্জামান ও বাবুকে গ্রেফতার করা হয়।
তাদের তাদের কাছ থেকে ৬৪টি নেশা জাতীয় ভারতীয় বুপ্রেনরফিন ইনজেকশন, ৬০টি ফেনারেক্স ইনজেশন, ৬১টি ইজিএম ইনজেকশন, ১৪ পিস সিরিঞ্জ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে শহরের রওশনাবাগ মহল্লায় ফেনসিডিল বিক্রির সময় ৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রহুল আমিন বাদলকে গ্রেফতার করা হয়।
পঞ্চগড় সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, গ্রেফতাররা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে যুক্ত। তাদের কয়েকজনের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
সফিকুল আলম/এএম/আরআইপি