দেশজুড়ে

নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রামে নানাবাড়ি বেড়াতে এসে জান্নাতি খাতুন (৭) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

শনিবার বেলা ২টার সময় বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তার নিথর দেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত জান্নাতি ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের রাসেল হোসেনের মেয়ে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও শিশুটির নানা গোলাম মোস্তফা জানান, শনিবার দুপুরে জান্নাতি মামাদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায়।

মাছ ধরার সময় সবার অজান্তে সে পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পানির মধ্যে থেকে প্রায় মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

আহমেদ নাসিম আনসারী/এএম/আরআইপি