দেশজুড়ে

নিখোঁজের ৩ দিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের তিনদিন পর মো. গাজী মিয়া (৩০) নামের এক সিএনজিচালিত অটোরিক্শা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গাজী মিয়া জেলার নাসিরনগর উপজেলার মহিষবেড় গ্রামের আনিস মিয়ার ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গাজী মিয়া সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় সিএনজিচালিত অটোরিক্শা চালাতেন। গত তিনদিন আগে গাজী মিয়া তার সিএনজি অটোরিক্শাসহ নিখোঁজ হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে বুধবার সকালে কুট্টাপাড়া এলাকার একটি ধান ক্ষেতের আইলে স্থানীয়রা গাজী মিয়ার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস