শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মূলনা থেকে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খালেক মাঝি (৭০) মূলনা ইউনিয়নর মাঝিকান্দি গ্রামের বাসিন্দা। বুধবার সকালে জাজিরা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও আত্মীয়-স্বজন।জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খালেক মাঝিকে মঙ্গলবার রাত ১১ টার দিকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায় কয়েক জন অজ্ঞাত ব্যক্তি। এ সময় খালেক মাঝির স্ত্রী উজালা বেগম তাদের বাঁধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।এদিকে রাতভর খোঁজাখুঁজির পর সকালে বাড়ি থেকে কিছুটা দূরে লাউখোলা পেট্টোল পাম্প সংলগ্ন বাগানের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।নিহতের ফুপা শাহজাহান পেদা জানান, নিহত খালেক মাঝি নিঃসন্তান ছিলেন। তার সাথে স্থানীয় কালা চান মাঝি, ঠান্ডু মাঝি, সোনা মিয়া মাঝি গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে। এর জের ধরেই তাকে খুন করা হয়েছে।জাজিরা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, জমির বিরোধকে কেন্দ্র করেই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।মোঃ ছগির হোসেন/এসকেডি/আরআই