বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের বাড়িতে পাল্টা পাল্টি হামলার প্রতিবাদে শরীয়তপুরের সকল রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডাক দেয় মালিক গ্রুপ । এ ঘটনার জেরধরে বুধবার সকাল ১১ টা থেকে শরীয়তপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।গতকাল মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আলী মাতবরের সমর্থক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন তালুকদারের সমর্থকরা উভয়ের বাড়িতে পাল্টা পাল্টি হামলা ও ভাংচুর চালায়। এ সময় উভয় পক্ষই ককটেলের বিস্ফোরণ ঘটায়।শরীয়তপুর জেলা মালিক গ্রুপের সাধারন সম্পাদক মো: ফারুক হোসেন তালুকদার বলেন, গত কাল সন্ধ্যায় প্রথমে আমার চাচার বাড়িতে হামলা করে বাড়ি ঘর ভাঙ্গচুর করে। এর পর আমার বাড়িতে হামলা করে বাড়ির আসবাব পত্র ভাঙ্গচুর করে শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক আলী মাতবরের লোকজন।শরীয়তপুর থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আলী মাতবরের সমর্থক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন তালুকদারের সমর্থকরা দুই পক্ষের লোক জন পাল্টা পাল্টি বাড়ি ঘর ভাংচুর করে।এর জের ধরে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে বাস চলাচল শিগগিরই চালু হবে।মোঃ ছগির হোসেন/এসকেডি/আরআইপি