দেশজুড়ে

লক্ষ্মীপুরে অপহৃত ৫ জেলে উদ্ধার, জলদস্যু গ্রেফতার

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদী থেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা ৫ জেলেকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় আবদুর রহিম নামের এক জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোরে কমলনগর মেঘনা নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় অপহৃত জেলেদের উদ্ধার ও জলদস্যুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুর রহিম ভোলার ইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রামের মৃত ইসলাম বেপারীর ছেলে। তার বিরুদ্ধে নদীতে ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি কারাগারে ছিলেন। গত ২৭ রমজান একটি মামলায় জামিনে মুক্তি পান।

উদ্ধার জেলেরা হলেন কমলনগর উপজেলার সাহেবেরহাট এলাকার জাহাঙ্গীর আলম, মোবারক মাঝি, কালকিনি এলাকার আওলাদ হোসেন, সদর উপজেলার ভবানীগঞ্জের চরউভুতি গ্রামের মো. আজগর ও ভোলার চরপাতা গ্রামের মামুন হোসেন।

থানা পুলিশ জানায়, সোমবার (০৩ জুলাই) গভীর রাতে গ্রেফতার আবদুর রহিমসহ ১৪-১৫ জলদস্যু মেঘনা নদীতে জেলেরা মাছ ধরার সময় তাদের নৌকা ও ট্রলারে হানা দেয়।

এ সময় বিভিন্ন নৌকা থেকে ৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। এ ঘটনায় স্থানীয় লোকজন ও জেলেরা সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে।

এতে জলদস্যু আবদুর রহিম গ্রেফতার হলেও অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এসে অপহৃত জেলেদের উদ্ধার করে। এ সময় জলদস্যুদের ব্যবহৃত ট্রলার থেকে ৭টি বগি দা জব্দ করা হয়।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, উদ্ধার করা জেলেদের পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বুধবার (৫ জুলাই) জলদস্যু আবদুর রহিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কাজল কায়েস/এএম/আরআইপি