শেরপুরে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা তারাকান্দি গ্রামে বাড়ির পাশের ডোবাতে পড়ে তাজেল মিয়া (৭) ও তানভীর মিয়া (৫) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা তারাকান্দি গ্রামের দিনমজুর লালচাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির পাশের ব্রিজে খেলতে গিয়ে ছোট ভাই ডোবায় পড়ে গেলে আরেক ভাই তাকে উদ্ধার করতে যায়। এ সময় দুই সহোদর ডোবার পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে গ্রামবাসী উদ্ধার অভিযানে নামে। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা কলসপাড়েরর তারাকান্দি গ্রামে দুই সহোদর পানিতে ডুবে নিহত হওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
হাকিম বাবুল/এএম/এমএস