গানের ভুবনে পরিচিত মুখ। শ্রোতাদের কাছেও বেশ জনপ্রিয়। তবে অনেক দিন ধরেই গান করলেও এখন পর্যন্ত নিজের কোনো একক অ্যালবাম নেই কণ্ঠশিল্পী এলিটা করিমের।আসছে রোববার প্রকাশ হচ্ছে এ শিল্পীর প্রথম একক অ্যালবাম। রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ‘এলিটা’শিরোনামের এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে।অ্যালবাম প্রসঙ্গে এলিটা করিম বলেন, ‘ছয় বছর সময় নিয়ে কাজটি করেছি। মেলোডি ধাঁচের গান থাকবে নতুন এ অ্যালবামে। অবশেষে মোট ৮টি গান নিয়ে অ্যালবামটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। নিজের প্রথম বলেই স্বনামেই অ্যালবামের নামকরণ করেছি। আশাকরি বৈচিত্রময় গানে সমৃদ্ধ অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে।’তিনি আরো বলেন, গানগুলো লিখেছেন সন্ধি, রবিউল ইসলাম জীবন, আবদার রহমান, অনিক খান ও ফুয়াদ। গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন সন্ধি, শাকের, অদিত ও ফুয়াদ আল মুক্তাদির। এলএ/পিআর