সাহিত্য

তোমার জন্য কবিতা আসে মনে

তোমার জন্য কবিতা আসে মনে

তোমার জন্য আজকাল খুব কবিতা আসে মনে,ইচ্ছে হয় লিখে ফেলি চরণ ছুঁয়ে চরণ।ইচ্ছে হয় কবিতাকেরংতুলি বানিয়ে ফেলি তোমার জন্য।এঁকে ফেলি তোমার দু’চোখ কবিতায়,এঁকে ফেলি তোমার সৌন্দর্য অবর্ণনীয়।সম্ভবত কবিতায়ও তা আঁকা সম্ভব নয়;তবে চেষ্টা তো করতেই পারি।

কিন্তু তুমি যে কবিতা চাও না,তোমার অনিচ্ছায় আমার কবিতা হয় না।

****

তুমি তার চেয়ে ঊর্ধ্বে

সকালের সূর্য দেয় যেমন আলো;সে আলোয় যেন মুড়িয়ে আছো তুমি।না, সেই সৌন্দর্যের মতো নয়তুমি তার চেয়েও বেশি।তুমি গোলাপ নও, সে তো ঝরে পড়ে ক্ষণিকেই।তুমি জবা নও, সেও ঝরে পড়ে শেষ প্রহরে।তুমি তার চেয়ে ঊর্ধ্বে, গোলাপ ও জবার রং মেশে যখন তোমার অঙ্গে।

****

তুমি বিহীন সবই শূন্য

তোমার চূড়ান্ত অনুপস্থিতিতেআকাশ না হয় একবার ভেঙে পড়ুক আমার ওপরঅন্ধকার হয়ে যাক পৃথিবীছিঁড়ে যাক যত কবিতার বই আমারঅহেতুক সব, অকাজতুমি বিহীন সবই সাদা, শূন্যকোথাও কিছু নেই, খুঁজে পাই নাতুমিহীনা আমার আর এক কদমেরস্বপ্ন দেখাও হয় না।

এসইউ