এক বছরেও গ্রেফতার হয়নি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার আলোচিত কবির মিয়া (৪০) হত্যা মামলার মূল আসামিরা। রহস্যজনক কারণে আসামিদের গ্রেফতার করছে না পুলিশ। এর ফলে গ্রেফতারি পরোয়ানা নিয়েই এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এসব আসামিরা। পাশাপাশি হত্যা মামলাটি প্রত্যাহার করে নিতে বাদী পক্ষকে হুমকি দিয়ে আসছে আসামিরা।
মামলা সূত্রে জানা যায়, তালশহর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার খতিব বাড়ির মসজিদের পাশে মাদক ব্যবসা বন্ধের কথা বলায় গত বছরের ১১ মে সন্ধ্যার পর স্থানীয় দিদার বক্স গোষ্ঠির ওয়াছেক আলী, জাকির ও আল আমিনসহ আরও ২০-২২ জন মসজিদের দরজা-জানালা ও গেট ভাঙচুর এবং কয়েকজন মুসল্লিকে মারধর করে।
পরবর্তীতে ১৫ মে সকালে খতিব বাড়ি গোষ্ঠির ইসরাইল ও জালাল মিয়ার উপর হামলা করে তারা। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ইসরাইলের হাতের আঙ্গুল কেটে দেয়।
এসময় হামলাকারীরা কবির মিয়াকে পেয়ে এলাপাথাড়ি মারধর করে বল্লম দিয়ে খাদ্য নালীতে আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান কবির। এ ঘটনায় পরদিন ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
তবে অভিযোগপত্র সাত মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মামলার মূল আসামি নূরুল আমিন (৫৫), শাহ্জাহান মিয়া (৫০), ওয়াছেক মিয়া (৩৮) সহ অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না।
হত্যা মামলার বাদী মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, মামলার সব আসামি এখন এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। তারা মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য হুমকি দিচ্ছেন। আসামিদের ভয়ে আমি বাড়িতে আসতে পারি না। তারা আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জাগো নিউজকে বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে বাদী পক্ষকে হুমকি দেয়ার ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম