ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে আব্দুল মান্নান (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নান মোহাম্মদপুর গ্রামের মৃত মজিবুর বিশ্বাসের ছেলে। শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর গ্রামে পাটক্ষেতে আব্দুল মান্নানের মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। আব্দুল মান্নান কিভাবে মারা গেছে তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে। নিহত আব্দুল মান্নানের ভাই শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে তার ভাই দোকানের জিনিসপত্র আনতে চড়িয়ারবিল বাজারে যান। তাপর থেকে তিনি আর বাড়ি ফেরেনি। এসএস/এমএস