দেশজুড়ে

অশান্তির আগুনে পুড়ছে দেশ : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মাওলানা সৈয়দ রেজাউল করিম বলেছেন,  দেশ এখন হত্যা-গুম-অপহরণে ভরে গেছে। ঘরে থাকলে খুন আর বাহিরে আসলে গুম। আইন-শৃংখলা অবনতি দেশে অশাান্তি বিরাজ করছে।শনিবার বিকেলে শহরের কানাইখালি পুরাতন বাস স্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এক সমাবেশ তিনি এসব কথা বলেন।তিনি বলেন, কোরআন বলছে সমস্ত ক্ষমতার উৎস আল­াহ আর আওয়ামী লীগ-বিএনপি বলছে সকল ক্ষমতার উৎস জনগণ।ঢাকা ও চট্টগ্রামের ৩ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রকাশ্যে ভোট ডাকাতির ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন। এছাড়া এ সময় তিনি অশান্ত এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে ইসলামের পতাকাতলে সমবেত হওয়ার জন্য আহ্বান জানান।ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার আমীর অ্যাডভোকেট আমেল খান চৌধুরী সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকি, সহ-সভাপতি আশরাফ শাজাহান, সংগঠনের নেতা খালেদুর রহমান, হাফেজ আব্দুল খালেক, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা ইসরাফিল আলম ও জেলা ছাত্র আন্দোলনের সভাপতি আলমগীর হোসেন প্রমূখ।এ.কে.এম নাজমুল ইসলাম/আরএস