অভিনয় নয়, বাস্তবেই সবার সামনে জড়িয়ে ধরে নায়ককে চুমু খেলেন নবাগত নায়িকা প্রসূন আজাদ। শুক্রবার মুক্তিপ্রাপ্ত ছবি‘অচেনা হৃদয়’ এর প্রচারণার সময় এঘটনা ঘটে।সূত্র জানায়, ওই দিন ছবির নায়ক এবিএম সুমন ও প্রসূন আজাদ ছবির প্রচারণায় একটি প্রেক্ষাগৃহে যান। এসময় সাংবাদিকরা তাদের ছবি তুলতে চাইলে নায়ক সুমনের গালে চুমু খান প্রসূন। হলিউড-বলিউডে এমন ঘটনা স্বাভাবিক হলেও ঢালিউডে এমন ঘটনা এবারই প্রথম। আর তাই বিতর্কে জড়িয়েছেন প্রসূন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে নানা সমালোচনা। উল্লেখ্য, প্রসূনের প্রথম ছবি সর্বনাশা ইয়াবা মুক্তির সময় ছবির পরিচালক কাজী হায়াতের সাথে তার বিতর্কের কারণে সেই ছবি প্রচারণায় অংশ নিতে পারেনি প্রসূন। এএ