দেশজুড়ে

শিবচরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কসপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সোমবার সকালে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাড়ে বিশ রশি নাজিমউদ্দিকান্দি গ্রামের মেম্বার ইলিয়াস মাদবর ও একই এলাকার ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী অালতাফ মাদবরের সঙ্গে গত ইউপি নির্বাচন থেকেই বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আইয়ুব আলী (৫০) নিহত হয়।

ওসি আরো বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাসিরুল হক/এফএ/পিআর