দেশজুড়ে

মৎস্য দফতরের ১৫ কর্মকর্তার ৭ পদই শূন্য

লোকবল সঙ্কটের কারণে শেরপুর জেলায় মৎস্য দফতরের কার্যক্রম পালনে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। মৎস্য কর্মকর্তার ১৫টি পদের মধ্যে তিনজন উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ৭টি পদ শূন্য রয়েছে।

এসব পদ পূরণ হলে মৎস্য সম্পদ উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হতো বলে মনে করছেন জেলা মৎস্য দফতরের কর্মকর্তারা। পাশাপাশি জেলার একমাত্র ইন্দিলপুর সরকারি মৎস্য হাচারিটিও ব্যবহার উপযোগী না থাকায় অনেকটা বন্ধের পথে রয়েছে বলে জানান তারা।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মঙ্গলবার শেরপুরে সাংবাদিকদের সঙ্গে মৎস্য দফতরের মতবিনিময় সভায় এসব তথ্য জানান বক্তারা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান, জেলায় প্রতি বছর মোট মাছের চাহিদা ৩১ হাজার মেট্রিক টন হলেও বর্তমানে উৎপাদিত হচ্ছে ২৯ হাজার ৭১৪ মেট্রিক টন।

জেলা মৎস্য কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার সার্বিক মৎস্য সম্পদ চিত্র তুলে ধরার পাশপাশি মৎস্য দফতরের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এবং জেলা অফিসের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারা বেগম।

হাকিম বাবুল/এএম/আরআইপি